ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

মিরসরাইয়ে চালক ও সহকারীদের প্রশিক্ষণ কর্মশালা

উপজেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩

মিরসরাইয়ে চালক ও সহকারীদের প্রশিক্ষণ কর্মশালা
চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ী চালক ও তাদের হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানায় আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম হাইওয়ে জোনের সহকারী পুলিশ সুপার নাসিম খান পিপিএম।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশে সাব-ইন্সপেক্টর মোজাম্মেল হক, সার্জেন্ট মামুন মিয়া, এস আই দেলোয়ার হোসেন, এস আই আশরাফুল ইসলাম সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম হাইওয়ে জোনের সহকারী পুলিশ সুপার নাসিম খান পিপিএম চালকদের উদ্দেশ্য বলেন, জীবনের চেয়ে মূল্যবান আর কোনো কিছু নেই। আপনাদের মনে রাখতে হবে আপনাদের উপরে শুধু গাড়ির যাত্রীরাই নয় আপনার পরিবার পরিজনও নির্ভরশীল। তাই বেপরোয়া গাড়ি চালাবেন না। আনেকে পেছনের গাড়িকে সাইড দিতে চান না। এতে করে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক সময় যানজটে পরে অ্যাম্বুলেন্সে থাকা রোগীর মৃত্যুর খবরও আমরা পাই। আপনাদের মনে রাখতে হবে আপনারা যাত্রীদের সেবা দিচ্ছেন। আপনাদের কারণে যাতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে না হয়।