ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ২৪, ২০২৪ |

EN

কিউয়িদের বিদায় করে সুপার এইটে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, জুন ১৪, ২০২৪

কিউয়িদের বিদায় করে সুপার এইটে আফগানিস্তান
গত বছর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের মঞ্চে একাধিক বড় দলকে টেক্কা দিয়েছিল আফগানিস্তান। এমনকি অস্ট্রেলিয়াকেও প্রায় হারিয়েই দিয়েছিলেন রাশিদ খানরা। কিন্তু সেবার অভিজ্ঞতার কাছেই হারতে হয়েছিল ক্রিকেটে এই নবাগতদের। ওডিআই বিশ্বকাপের অভিজ্ঞতার পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলতে এসেছিল তারা। এবার অবশ্য় সফল যুদ্ধ বিদ্ধস্ত দেশের দলটি। কিউয়িদের বিশাল ৮৪ রানের ব্যবধানে হারানোর পরই পথ মসৃণ হয়েছিল। শেষ পর্যন্ত পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৭ উইকেটে জয়ের মাধ্যমে এক ম্যাচ বাকি রেখেই সুপার এইটে পৌঁছে গেল টিম আফগানিস্তান। 

প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় পাপুয়া নিউ গিনির ইনিংস। আফগানিস্তানের হয়ে ৩ উইকেট নেন পেসার ফাজালহাক ফারুরি। দুটি উইকেট নেন আরেক জোরে বোলার নাভিন-উল-হক, একটি উইকেট পান নূর আহমেদ। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানের দুই ওপেনার নজর না কাড়লেও মোহাম্মাদ নাবি এবং গুলবদিন নাইব জয় নিশ্চিত করেন।

এরই মাধ্যমে আইসিসি টি২০ বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল আফগানিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচেও হেরে যাওয়ায় স্রেফ সময়ের অপেক্ষা ছিল আফগানদের শেষ আটে পৌঁছানো, পাপুয়া নিউ গিনিকে ৭ উইকেটে হারিয়ে সেই কাজ করে ফেলল রাশিদ খান, রহমানুল্লাহ গুরবাজরা। নাভিন-উল-হক, ফাজালহাক ফারুরিদের বোলিংয়ের সামনে সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেনি পাপুয়া নিউ গিনি, জবাবে ব্যাট করতে নেমে যথেষ্ট ভালোভাবেই ম্যাচ পকেটে পুড়ে নিল আফগানরা। এই ম্যাচ জয়ের ফলে গ্রুপ সি থেকে তাঁরা পৌঁছে গেল সুপার এইট স্টেজে।  

৩৬ বলে ৪৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন আফগানিস্তানের গুলবাদিন নায়েব। অলরাউন্ডার মোহম্মদ নবি ১৬ রানে অপরাজিত থেকে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। 


সংক্ষিপ্ত স্কোর:

পাপুয়া নিউ গিনি: ১৯.৫ ওভারে ৯৫ (উরা ১১,ভালা ৩, সিয়াকা ০, বাউ ০, হিরি ১, সোপের ৯, ডোরিগা ২৭, ভানুয়া ০, নাও ১৩, কারিকো ৪*, কামেয়া ২; ফারুকি ৪-০-১৬-৩, নাবি ১-০-৯-০, নাভিন ২.৫-০-৪-২, রাশিদ ৪-০-২৫-০, নুর ৪-০-১৪-১, ওমারজাই ২-১-৫-০, জানাত ২-০-১০-০)

আফগানিস্তান: ১৫.১ ওভারে ১০১/৩ (গুরবাজ ১১. ইব্রাহিম ০, নাইব ৪৯*, ওমারজাই ১৩, নাবি ১৬*; নাও ৪-০-২৬-১, কামেয়া ৩-০-১৬-১, সোপের ২.১-০-১৯-০, ভানুয়া ৩-০-১৮-১, কারিকো ৩-০-১৫-০)

ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী

ম‍্যান অব দা ম‍্যাচ: ফাজালহাক ফারুকি