Can't found in the image content. একপেশে ভালোবাসার গল্প | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪ |

EN

একপেশে ভালোবাসার গল্প

বিনোদন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জুলাই ১৩, ২০২১

একপেশে ভালোবাসার গল্প

একপেশে ভালোবাসার গল্প

ভিকি আর শায়না কাজিন। পাশাপাশি দু’জনের বাড়ি, ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে তারা। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া ভিকি খুব সাদামাটা থাকতে পছন্দ করে, তবে সময়ের সঙ্গে সঙ্গে শায়না হয়ে ওঠে আলট্রা মডার্ন।

এদিকে ভিকি ছোটবেলা থেকেই শায়নাকে ভালোবাসে। কিন্তু মুখ খুলে কখনো বলার সাহস পায়নি। এমন এক একপেশে প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ওয়ান সাইডেড লাভ’। এটি নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। নির্মাতার সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য রচনা করেছেন সৌরভ ইশতিয়াক।


সিএমভির ব্যানারে নির্মিত এ নাটকে ভিকি চরিত্রে অভিনয় করেছেন জোভান আহমেদ আর শায়না চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। ঈদুল আজহায় সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘অন্যরকম এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প এটি। সত্যিকারের ভালোবাসার একটা অসাধারণ ব্যাখ্যা রয়েছে এই নাটকে। ঈদকে উপলক্ষে আমরা ১২ ধরনের গল্প নিয়ে ১২টি নাটক নির্মাণ করেছি। আশা করছি, সবগুলো কাজ দর্শকরা উপভোগ করবেন।’