ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

দেশে কেউ সংখ্যলঘু নন, আমরা সংখ্যা গরিষ্ঠ মানুষ - নৌ প্রতিমন্ত্রী খালিদ

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, আগস্ট ১৯, ২০২২

দেশে কেউ সংখ্যলঘু নন, আমরা সংখ্যা গরিষ্ঠ মানুষ - নৌ প্রতিমন্ত্রী খালিদ
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বাংলাদেশে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে বলে মন্তব্য করে বলেন, দেশে কেউ সংখ্যলঘু নন, আমরা সংখ্যা গরিষ্ঠ মানুষ। আমরা এদেশের নাগরিক।

তিনি আরো বলেন, যারা সাম্প্রদায়িকতা করে তারাই ইসলামের সত্রæ। তারা ইসলামকে খাটো করে। তারা মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর দিক নির্দেশনা মেনে চলতে চায়না। তারা ভিন্ন পথে চলতে চায়। তাদের ধর্ম সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ এবং কখনও ধর্মকে লালন করেনা। যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, ক্ষমতায় যেতে চায় তারাই হলো আসল সংখ্যালঘু। 

আজ শুক্রবার সকাল ১১ টায় দিনাজপুরের বিরলে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।  

জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুকিল চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, প্রধান ধর্মলোচক করেন, রামকৃষ্ণ আশ্রমে ও মিশনের মহারাজ, পূজনীয় স্বামী বিভাতনন্দজী মহারাজ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভুতী ভুষন সরকার, প্যানেল মেয়র চন্দ্র কান্ত রায়, রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, গীতা সংঘের সভাপতি অমুল্য কুমার রায়, সাধারণ সম্পাদক আলেন চন্দ্র রায়, মহানাম যোগ্যের সভাপতি তাপস দেবনাথ, সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র রায় প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুরজিত কুমার বাবুল।