ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে ট্রাক উল্টে খাদে পড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২

ফুলবাড়ীতে ট্রাক উল্টে খাদে পড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক উল্টে খাদে পড়ে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত কাঠ ব্যাসায়ী  ইছাহাক (৪৫) ঠাকুরগাঁও  জেলার পীরগঞ্জ উপজেলার বাসীন্দা । ঘটনার পর থেকে চালক হেলপার পলাতক ।

বুধবার সন্ধা সাড়ে ৭টায় উপজেলার ব্রম্মচারী নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এদুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাঠ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৬-১৮১৮) বিরামপুর অভিমুখে যাওয়ার পথে ব্রর্ম্মচারী নামক স্থানে একটি মোটর সাইকেল কে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকটি উল্টে গিয়ে ট্রাকের নিচে চাপাপড়ে ঘটনাস্থলেই কাঠ ব্যবসায়ী ইছাহাক আলীর মৃত্যু হয়।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান,লাশ উদ্ধার করে, ট্রাকটি পুলিশি নিরাপত্তায় হেফাজতে রাখা হয়েছে।