ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে দিনাজপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, আগস্ট ১৭, ২০২২

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে দিনাজপুরে আওয়ামী লীগের বিক্ষোভ
২০০৫ সালে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সারা দেশব্যাপী সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক সিরিজ বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে দিনাজপুর শহর ও সদর উপজেলা আওয়ামীলীগ এবং সকল অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৭ আগষ্ট বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাবেশে রূপ নেয়। মিছিল ও সমাবেশে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, অনুপ দে, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম আলম সরকার, এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, শহর মহিলা আওয়ামীলীগের আহবায়ক খ্রীষ্টীনা লাভলি দাস, যুগ্ম আহবায়ক সেহেলী আক্তার ছবি, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা, সাধারন সম্পাদক মাসুদা বেগম মুক্তাসহ জেলা ও শহর মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও তাতীলীগ, ১২ টি ওয়ার্ড ও ১০টি ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, অপপ্রচার ও গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উসকানীর প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।