ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের মাধ্যমে দেশের আমুল পরিবর্তন -হুইপ এমপি

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২

বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের মাধ্যমে দেশের আমুল পরিবর্তন -হুইপ এমপি
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, ব্রীজ-কালভার্ট সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে চিত্র তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উন্নয়নের মাধ্যমে দেশের আমুল পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামাতের রেখে যাওয়া ভঙ্গুর, রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রীজ নির্মান ও সংস্কারের উপর গুরুত্ব দিয়ে উন্নয়ন করছেন। সকল ক্ষেত্রেই দেশে আজ উন্নয়নের মহাসড়কে। 

১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর পৌরসভাধীন সুইহারী কোল্ড স্টোরেজ মোড় হতে পিটিআই মোড় পর্যন্ত আরসিসি রাস্তা নির্মান, আমিনুলের বাড়ী হতে আবুল কাশেম এর বাড়ী পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ ও সুইহারী  আমিনুলের বাড়ী হতে আবুল কাশেম এর বাড়ী পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র  আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা আজগার আলী প্রমুখ।