ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে শোক দিব‌সের র‌্যা‌লি‌তে জনতার ঢল

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: সোমবার, আগস্ট ১৫, ২০২২

ফুলবাড়ীতে শোক দিব‌সের র‌্যা‌লি‌তে জনতার ঢল
দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত করন,কালো ব্যাচ ধারন,সকাল ৭টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে ও উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বৃক্ষ রোপন করা হয়। এরপর দুপুর থেকে সরকারী কলেজ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড শোক রেলী নিয়ে দলে দলে নেতাকর্মীরা শহিদ মিনার চত্বরে সমবেত হতে থাকে।

পরে বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী সরকারী কলেজ শহিদ মিনার চত্বরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মন্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,যুগ্ন সাধারণ সম্পাদক উপাধক্ষ শাহ আব্দুল কুদ্দুস,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, দপ্তর সম্পাদক এনামুলহক প্রমুখ।

সভা শেষে শহিদ মিনার চত্বর থেকে পৌর শহরে এক বিশাল শোক র‌্যা‌লি‌ বের করা হয়।র‌্যা‌লি‌টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনারে এসে শেষ হয়।

এসময় ছাত্রলীগ,যুবলীগ,মহিলালীগ, কৃষকলীগ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মিরা র‌্যা‌লি‌ ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।