ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

ক্ষু‌দে শিক্ষার্থী‌দের নি‌য়ে শিবনগর ইউ‌নিয়নে জাতীয় শোক দিবস পালন

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: সোমবার, আগস্ট ১৫, ২০২২

ক্ষু‌দে শিক্ষার্থী‌দের নি‌য়ে শিবনগর ইউ‌নিয়নে জাতীয় শোক দিবস পালন
স্বাধীন বাংলা‌দে‌শের স্থপ‌তি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ৪৭তম শাহাদত বা‌র্ষিকী উপল‌ক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপ‌জেলার শিবনগর ইউ‌নিয়ন পরিষদে ক্ষু‌দে শিক্ষার্থী‌দের নি‌য়ে আ‌লোচনা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এসময় ক্ষু‌দে শিক্ষার্থী‌দের মা‌ঝে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ দিক আ‌লোকপাত করা হয়।

সোমবার সকাল সা‌ড়ে ১০টায় শিবনগর ইউ‌নিয়ন প‌রিষদ চত্ত্ব‌রে এ আ‌লোচনা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

৭‌নং শিবনগর ইউ‌নিয়‌নের প্যা‌নেল চেয়ারম্যান দি‌লিপ চন্দ্র রা‌য় এর সভাপ‌তি‌ত্বে এবং হিসাব সহকারী মে‌হেদী হাসা‌নের সঞ্চালনায় এ‌তে উপ‌স্থিত ছি‌লেন শিবনগর সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্রধান শি‌ক্ষিকা কাওছার জাহান কাকলি, ইউপি সদস্য শাহীন সরদার, আশরাফুল হক সরকার, সংর‌ক্ষিত সদস্য জহুরা বেগম, মঞ্জু আরা বিউ‌টি সহ স্থানীয় গণ্যমান্য ব্য‌ক্তিবর্গ। 

আ‌লোচনা সভায়  বঙ্গবন্ধুর শিশুকাল, কৈশোর জীবন ও রাজ‌নৈ‌তিক ‌বিষ‌য়ে উপ‌স্থিত ক্ষু‌দে শিক্ষার্থী‌দের ধারণা দেয়া হয়। আ‌লোচনা শে‌ষে বঙ্গবন্ধুর রু‌হের মাগ‌ফিরাত কামনায় দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হয়।