ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

বৈদ্যুতিক মোটর মেরামত করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ১৫, ২০২২

বৈদ্যুতিক মোটর মেরামত করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের
পঞ্চগড়ের আটোয়ারীতে বৈদ্যুতিক পানির মোটর মেরামত করতে গিয়ে প্রাণ গেল রিয়াজুল ইসলাম (১৯) নামের এক কলেজ ছাত্রের।

নিহত কলেজ ছাত্র উপজেলার ধামোর ইউনিয়নের দানাবীর এলাকার হবিবর রহমানের ছেলে। সে আটোয়ারী টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের ছাত্র।

রোববার বিকেলে উপজেলার ধামোর ইউনিয়নের দানাবীর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে বাড়ীর বৈদ্যুতিক মোটরটি (পানির) মেরামত করতে গেলে, এসময় হঠাৎ বিদ্যুৎ আসলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসা নেয়ার পূর্বেই সে মারা যায় বলে জানান, কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়ূন কবীর।