ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জুলাই ১, ২০২২

মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর এ মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

নিহত শিশুর স্বজনরা জানায়, শুক্রবার (১ জুলাই) স্কুল বন্ধ থাকার কারণে হাফিজুর রহমানের ছেলে জিহাদ (১২) ও মোস্তফার ছেলে তানভীর (১১) সকাল ১১ টার দিকে পার্শ্ববর্তী ডোবায় মাছ ধরতে যায়। কিছুদিন আগে ফসলী জমিতে বেকু দিয়ে মাটি কেটে গভীর গর্ত করা হয়। মাছ ধরার সময়ই হঠাৎ করে পাশের সেই গর্তের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

ফসলি জমিতে বেকু দিয়ে গভীর গর্ত করার কারণেই তাদের দুইজনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানান এলাকাবাসী। তারা দুইজনই লাউফুলা আনোয়ারা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। তাদের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।