ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

ধনবাড়ীতে ইউপি সদস্যদের অবহিতকরণ কোর্স অনুষ্ঠিত

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: বুধবার, জুন ২২, ২০২২

ধনবাড়ীতে ইউপি সদস্যদের অবহিতকরণ কোর্স অনুষ্ঠিত
টাঙ্গাইলের ধনবাড়ী  উপজেলার ইউপি সদস্য গনের তিন দিনব্যাপী অবহিত করণ কোর্স গতকাল মঙ্গলবার সমাপ্ত হয়েছে। এতে ধনবাড়ী উপজেলার সাতটি ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত আসনের ৮৪ জন সদস্য অংশগ্রহণ করেন। 

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আসলাম হোসাইন এর সভাপতিত্বে তিনদিনব্যাপী কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, পিআইও হাবিবুর রহমান সুমন, সমবায় অফিসার রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ। উপজেলা হলরুমে ১৯ জুন  থেকে ২১ জুন পর্যন্ত এ অবহিত করণ কোর্সের আয়োজন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা। এটি বাস্তবায়ন করেন ধনবাড়ী উপজেলা প্রশাসন।
 
তিনদিন ব্যাপী এ অবহিত করণ  কোর্সে বিভিন্ন ধরনের ভাতা, উন্নয়ন প্রকল্প, মা ও শিশু স্বাস্থ্য, গ্রামীন অবকাঠামো সহ ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয় এবং ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে অবহিত করা হয়।