ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে আসবেন না’

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, জুন ১১, ২০২২

‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে আসবেন না’
টাঙ্গাইলের মধুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ করার অভিযোগ উঠেছে সাদিকুল ইসলাম সাদিক নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। সাদিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সম্প্রতি এক নির্বাচনি প্রচারণা সভায় সাদিকুল ইসলাম এমন বক্তব্য দেন বরে অভিযোগ পওয়া গেছে। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িযে পড়লে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। 

এমন বক্তব্যের পর থেকে স্বতন্ত্রপ্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গত বুধবার (৮ জুন) বিকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহিমের নির্বাচনি সভায় এসব কথা বলেন সাদিকুল। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি বলেন, ‘আমি আজকেও বলে যেতে চাই। ১৫ তারিখ ভোট হবে সারাদিন এবং নৌকা মার্কায় ভোট হবে। যারা নৌকা মার্কায় ভোট দেবেন, তারাই কেন্দ্রে আসবেন। আর যারা নৌকায় ভোট দিতে নারাজ, তারা কেন্দ্রে আসবেন না। আমরা কিন্তু কেন্দ্রের আশপাশেই অবস্থান করবো। এখানে ২৪শ’ ভোট রয়েছে। দুই হাজার ভোট কাস্টিং হলেও সেই দুই হাজার ভোট নৌকার থাকতে হবে।’

এদিকে, তার বক্তব্যের সময় স্থানীয়রা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এরপর থেকে নির্বাচনি এলাকায় ভোটারদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে স্বতন্ত্রপ্রার্থী ও ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

তবে ছড়িয়ে পড়া বক্তব্য নিজের নয় বলে দাবি করেছেন অভিযুক্ত সাদিকুল ইসলাম সাদিক। তিনি বলেন, ‘আমার বক্তব্যটি বিরোধী পক্ষ এডিট করে ছড়িয়েছে।’ 

এ বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। তবে এখনও এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, আগামী ১৫ জুন মধুপুর উপজেলার ৮টি ইউনিয়নসহ টাঙ্গাইল জেলায় ২২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।