ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

ধনবাড়ী-মধুপুরে মুসল্লিদের বিক্ষোভ সমাবেশ

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: শনিবার, জুন ১১, ২০২২

ধনবাড়ী-মধুপুরে মুসল্লিদের বিক্ষোভ সমাবেশ
ভারতে বিজেপি  মুখপাত্র কর্তৃক বিশ^ নবী (সা:) এবং মা আয়েশা(রা:) এর অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর টাঙ্গাইলের মধুপুরের মমিনপুর ও ধনবাড়ীর জাগিরাচালা বাজার থেকে এলাকার মুসল্লিদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কাউচিবাজার, টানপাহাড়, মমিনপুর, গরমবাজার,জাগিরাচালা, পীরগাছা সহ মধুপুর ও ধনবাড়ী দুই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিলটি মমিনপুর থেকে ভবানীটেকী চৌরাস্তা হয়ে জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সকল মুসল্লিরা সমেবত হন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্যে রাখেন-মওলানা মুফতি রফিকুল ইসলাম, মওলানা আনিছুর রহমান ও মাহবুবুর রহমান সহ অন্যান্যরা।

এসময় বক্তারা, এ সময় বক্তরা বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহা আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা:) কে নিয়ে অবমাননাকারীকে দ্রুুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান সেই সাথে সর্বস্তরের জনসাধারণকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।