ভারতের হায়দরাবাদে একটি বাতিল জিনিসপত্র বা বর্জ্যের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ শ্রমিকের মৃত্যু হয়েছে। বাইরে থেকে তালাবদ্ধ ছিল গুদামটি।
মঙ্গলবার রাতে হায়দরাবাদের ভৈগুদা নামক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশ জানায়, বাতিল জিনিসপত্রের ওই গুদামের ভেতরে ১২ শ্রমিক ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে বের হওয়ার জন্য শুধু একটি দরজাই আছে, যেটি অগ্নিকাণ্ডের সময় বাইরে থেকে তালাবদ্ধ ছিল।
স্থানীয় ফায়ার সার্ভিসের এক কর্মকতা জানান, রাত ৩টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানান, গোডাউনটির ভেতরে ঘুমিয়ে থাকা ১২ শ্রমিকের মধ্যে একজন বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। বাকি ১১ জনের লাশ আমরা উদ্ধারের চেষ্টা করছি।
এদিকে এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে সহায়তায় ঘোষণা দিয়েছেন।
এ ছাড়া তেলেঙ্গানার মুথ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নিহতদের প্রতিটি পরিবারকে ৫ লাখ রুপি সহায়তায় ঘোষণা দেন।