Can't found in the image content. স্ত্রীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, ভাষণ থামিয়ে খেলেন চুমু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪ |

EN

স্ত্রীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, ভাষণ থামিয়ে খেলেন চুমু

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, নভেম্বর ৬, ২০২৪

স্ত্রীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, ভাষণ থামিয়ে খেলেন চুমু
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন। ফ্লোরিডায় বিজয়ী ভাষণে ট্রাম্প তার স্ত্রীর প্রশংসা করেন। পাশাপাশি তিনি স্ত্রীর বইয়েরও প্রশংসা করেন। এ বইকে তিনি সর্বাধিক বিক্রিত বই বলে আখ্যা দেন।  

মঞ্চে পাশেই দাঁড়িয়ে থাকা স্ত্রী সম্পর্কে ট্রাম্প বলেন, সে লোকজনকে সাহায্য করার জন্য বেশ পরিশ্রম করে। তাই আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।  

জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে দাঁড়িয়ে তিনি ভাষণ দেন। তিনি তার ভাষণে আমেরিকার জন্য একটি স্বর্ণযুগ এনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এক পর্যায়ে ভাষণ থামিয়ে স্ত্রীকে চুমু দেন।  

ট্রাম্পের রানিংমেট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স ও তার ভারতীয়-আমেরিকান স্ত্রী উশা ভ্যান্সও প্রেসিডেন্টের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ছিলেন। সমর্থন দেওয়ার জন্য তিনি তাদেরও ধন্যবাদ জানান।

আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে।