Can't found in the image content. ‘মোদিকে গোটা বিশ্ব ভালোবাসে, সে আমার সত্যিকার বন্ধু’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪ |

EN

‘মোদিকে গোটা বিশ্ব ভালোবাসে, সে আমার সত্যিকার বন্ধু’

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

‘মোদিকে গোটা বিশ্ব ভালোবাসে, সে আমার সত্যিকার বন্ধু’
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুই নেতা বিশ্ব শান্তির জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন। 

প্রতিবেদনে বলা হয়, কথোপকথনের সময় ‘পুরো বিশ্ব প্রধানমন্ত্রী মোদিকে ভালোবাসে’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ভারত একটি দুর্দান্ত দেশ এবং প্রধানমন্ত্রী মোদি একজন দুর্দান্ত মানুষ।’
 
প্রতিবেদন মতে, ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে বলেছেন যে তিনি তাকে এবং ভারতকে ‘সত্যিকারের বন্ধু’ মনে করেন। নরেন্দ্র মোদি বিশ্বনেতাদের অন্যতম, যিনি ট্রাম্পের বিজয়ের পর প্রথম তার সঙ্গে কথা বলেছেন।
 
এর আগে এক্স পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদি লেখেন, ‘নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন আমার বন্ধু ডোনাল্ড জে ট্রাম্প।’
 
ট্রাম্পের সঙ্গে হওয়া আগের বৈঠকের কিছু ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আসুন একসাথে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।’