মদের নেশায় জল ভেবে কীটনাশক খেয়ে মৃত্যু হল চার জনের। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের উত্তর রানাগ্রামে। গুরুতর অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি আরও দু’জন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার উত্তর রানাগ্রামে মনসা পুজো ছিল। সেই উপলক্ষে ওই গ্রামের পোলট্রি ফার্মের মালিক রথীন গায়েন নিমন্ত্রণ করেছিলেন তাঁর বন্ধু অশোক মণ্ডলকে। অশোক সূর্যপুরের বাসিন্দা। তাঁর মিষ্টির দোকান রয়েছে। মঙ্গলবার রাতে অশোক তাঁর আরও দুই বন্ধু মুনিয়ার যাদব এবং গিরিধারী যাদবকে সঙ্গে নিয়ে উত্তর রানাগ্রামে পৌঁছন। রথীনের পোলট্রি ফার্মে বসে মদের আসর। ওই আসরে যোগ দিয়েছিলেন মোট ছ’জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মদ্যপান চলাকালীন পোলট্রি ফার্মে থাকা তরল রাসায়নিক পান করেন সকলেই। এর ফলে মৃত্যু হয় অশোক, মুনিয়ার এবং গিরিধারীর। জাহির গাজি নামে আরও এক জনের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দু’জনকে। পরে তাঁদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ ওই কাণ্ডের তদন্ত শুরু করেছে। পোলট্রি ফার্মের মালিক রথীনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে আবগারি দফতরও।