ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

তিন উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ২৩, ২০২২

তিন উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সকালে টস জিতে আগে ব্যাট করতে নেমেছে আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

তৃতীয় ওভারের তৃতীয় বলে মোস্তাফিজকে মিড উইকেটের ওপর দিয়ে মারতে গিয়ে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ক্যাচ দেন তামিম ইকবালের হাতে। হার্ড হিটার এই ওপেনার সাজঘরে ফেরেন ১৪ বলে ১ চারে ৭ রান করে।

পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪১ রান তোলে আফগানরা। গুরবাজের বিদায়ের পর সুযোগ এসেছিল ইবরাহিম জাদরানকে ফেরানোর। তাসকিনের করা ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন স্কয়ার লেগে। বাউন্ডারি লাইনে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ নিতে পারেননি ক্যাচ।

৩ রানে নতুন জীবন পাওয়া ইবরাহিম ও রহমত শাহ স্কোর বোর্ডে যোগ করেন আরও ৪৫ রান। শেষ পর্যন্ত ইবরাহিমকে ফেরান শরিফুল ইসলাম। স্লিপে থাকা ইয়াসির আলীর হাতে ১৯ রানে ক্যাচ দেন ইবরাহিম।

তৃতীয় জুটিতে চাপ মুক্ত করছিলেন হাশমতউল্লাহ শহিদী ও রহমত। তবে দুজনের জুটি লম্বা হতে দেননি তাসকিন আহমেদ। দলীয় ৭৯ রানের মাথায় তাসকিনের বলে রহমত ক্যাচ দেন মুশফিকুর রহিমের হাতে। ৬৯ বলে ৩ চারে ৩৪ রান করে ফিরেছেন সাজঘরে। ২৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান।