বাংলাদেশকে ভয় পান না বলে সংবাদ সম্মেলনে বলেছিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। সেই ধারণা মিথ্যাই প্রমাণ করলেন হাসান মাহমুদ। টস জিতে আগে বল করতে নেমে পরপর তিন ওভারে ভারতের গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নেন তিনি। থিতু হয়ে কেবল ব্যাট চালিয়ে যাচ্ছেন ইয়াশাসবি জায়সওয়াল।
চতুর্থ ওভারেই বেঁচে ফিরলেন রোহিত। হাসান মাহমুদের ডেলিভারি লাগে রোহিতের প্যাডে। এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নেয় বাংলাদেশ। সেখানে আম্পায়ার্স কলের কারণে উইকেট পাওয়া হয়নি হাসানের। অবশ্য নিজের পরের ওভারেই রোহিতকে তুলে নেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লেগে তালুবন্দি হয় শান্তর। ১৯ বলে ৬ রান করে ফেরেন ভারতীয় ওপেনার।
ছন্দে থাকা হাসান নিজের পরের ওভারেই তুলে নেন শুভমান গিলকে। লেগ স্টাম্পের বাইরের বল ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানায় লেগে পেছনে উইকেটরক্ষের হাতে চলে যায়। শূন্য রানেই সাজঘরে ফেরেন গিল। নিজের পরের ওভারে ফের উইকেটের দেখা পান হাসান। তুলে নেন বিরাট কোহলিকে। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে তুলে দেন তিনি। বিদায় নেন ৬ বলে ৬ রান করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৬ রান।
এর আগে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, শুরুর সময়ে যেন পেসাররা সাহায্য পান এজন্যই এমন সিদ্ধান্ত।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, তিনি টস জিতলেও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেন। ম্যাচটা যে তাদের জন্য চ্যালেঞ্জিং হবে তাও স্মরণ করেছেন তিনি। তবে আপাতত মনোযোগ রাখতে চান ভালো খেলার দিকে।
ভারতের একাদশে তিন পেসারের সঙ্গে দুজন স্পিনার আছেন। পিচ রিপোর্টে দিনেশ কার্তিক অবশ্য জানিয়েছেন, টেস্ট যত গড়াবে সাহায্য পাবেন স্পিনাররা। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে নামছে বাংলাদেশও। আলোচনায় থাকলেও একাদশে সুযোগ হয়নি তাইজুল ইসলামের।
বাংলাদেশের একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ।