করোনা মহামারির ধকল কাটিয়ে ৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মাহমুদউল্লাহরা। আজ আফগানিস্তানের বিপক্ষে বেলা ১১ টায় চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। তিন ম্যাচ সিরিজের প্রথমটি নিয়ে দুদলের খেলোয়াড়দের মধ্যেই বাড়তি উত্তেজনা কাজ করছে।
সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। প্রতিটি জয়ই এখানে গুরুত্বপূর্ণ।
১২ ম্যাচে আট জয়ে বাংলাদেশ (৮০ পয়েন্ট) রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সিরিজ জিততে পারলেই ইংল্যান্ডকে (৯৫ পয়েন্ট) টপকে শীর্ষে উঠে যাবেন তামিমরা। ছয় ম্যাচে ছয় জয়ে আফগানিস্তান ৬০ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে।
বাংলাদেশ আজ পূর্ণশক্তি নিয়েই মাঠে নামার জন্য প্রস্তুত। স্কোয়াডে বেশ কিছু ইনফর্মার তরুণ খেলোয়াড়ও জায়গা পাচ্ছেন। এই ম্যাচে অভিষেক হতে পারে মাহমুদুল হাসান জয় বা ইয়াসির আলী রাব্বির মধ্যে দুজনের একজনের।
ওয়ানডে র্যাং কিংয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ স্পিনে নেতৃত্ব দেবেন। তাকে সঙ্গ দেবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুবও স্পিন বিষে আফগানদের নীল করতে চাইবেন।
আর পেস আক্রমণে মোস্তাফিজ আহমদের সঙ্গে থাকছেন তাসকিন আহমেদ। তাদের সঙ্গে শরিফুল ইসলামকেও দেখা যেতে পারে।
ব্যাটিংয়ে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে লিটন দাসকে। তিন নম্বরে যথারীতি সাকিবই থাকছেন।
উইকেটরক্ষকের ভূমিকায় মুশফিকুর রহিমেরই থাকার কথা রয়েছে। ইয়াসির ও জয়ের মধ্যে যাকে দলে নেওয়া হবে তাকে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে রাখার কথা আগেই জানিয়েছেন অধিনায়ক। ছয়ে যথারীতি খেলবেন মাহমুদউল্লাহ
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়/ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (উইকেটরক্ষক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি।