ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুন ২৮, ২০২৪ |

EN

দিল্লিসহ ভারতের একাধিক রাজ্যে ভূমিকম্প

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, ফেব্রুয়ারী ৫, ২০২২

দিল্লিসহ ভারতের একাধিক রাজ্যে ভূমিকম্প
ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের দিল্লি ও জম্মু-কাশ্মিরসহ একাধিক রাজ্য। উত্তরপ্রদেশের নয়ডা, হরিয়ানাতেও এ কম্পন অনুভূত হয়েছে। 

শনিবার স্থানীয় সময় সকালে এ ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এ কম্পন স্থায়ী হয় প্রায় ২০ মিনিট। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। 
দেশটির সরকারি সূত্র বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের কোনও একটি এলাকায়। স্থানীয় সময় ৯টা ৪৬ মিনিটে শুরু হয় কম্পন। ২০ সেকেন্ড ধরে স্থায়ী এই কম্পনের কারণে আতঙ্কিত হয়ে পড়েন সবাই।