Can't found in the image content. আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় সাকিব-মোস্তাফিজসহ ৫ বাংলাদেশি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় সাকিব-মোস্তাফিজসহ ৫ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ২, ২০২২

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় সাকিব-মোস্তাফিজসহ ৫ বাংলাদেশি
আসন্ন আইপিএলের নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই তালিকায় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানসহ পাঁচজন বাংলাদেশি ক্রিকেটারের নাম আছে।

মঙ্গলবার আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিক অনুযায়ী, সাকিব ও মোস্তাফিজ ছাড়া বাকি তিন বাংলাদেশি ক্রিকেটার হলেন- লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। সাকিব ও মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি হলেও বাকি ৩ জনের ভিত্তিমূল্য রাখা হয়েছে ৫০ লাখ রুপি করে।

এবারের নিলামে সর্বমোট ৫৯০ জন ক্রিকেটারের নাম উঠবে। এর মধ্যে ২৪৪ জন পুরনো ক্রিকেটারের পাশাপাশি থাকছে ৩৫৫ জন নতুন মুখ এবং ৭ জন সহযোগী সদ্য দেশের ক্রিকেটার। সর্বোচ্চ ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ কোটি রুপি। এই ভিত্তিমূল্য থাকছে ৪৮ জন ক্রিকেটারের জন্য। ২০ জনের ভিত্তিমূল্য দেড় কোটি রুপি এবং ৩৪ জনের ভিত্তিমূল্য থাকছে ১ কোটি রুপি।