Can't found in the image content. করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত মেসি! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত মেসি!

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, জানুয়ারী ৩, ২০২২

করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত মেসি!
বড়দিনের ছুটি কাটানোর জন্য নিজ দেশ আর্জেন্টিনায় গিয়েছিলেন, সেখানে থেকে ফিরেই দুঃসংবাদ পেয়েছেন লিওনেল মেসি। আক্রান্ত হয়েছেন করোনায়। তবে বেশ কিছু ইউরোপীয় সংবাদ মাধ্যম করোনার কোন ধরনে আক্রান্ত তিনি, তাও জানিয়ে দিচ্ছে। ইউরোপীয় সংবাদ মাধ্যমের খবর, করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন তিনি!

ইউরোপজুড়ে যে করোনার সুনামি বয়ে যাচ্ছে, তার হাত থেকে রেহাই পাচ্ছেন না কেউই। ক্রীড়াজগতেও এর প্রভাব পড়েছে ভালোভাবেই। খেলোয়াড়রা আক্রান্ত হচ্ছেন, তাতে খেলা বাতিল হচ্ছে, পিছিয়েও যাচ্ছে দেদারসে। এবার এই করোনার নতুন সুনামিতেই আক্রান্ত হয়েছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা আক্রান্ত হয়েছেন করোনার নতুন ধরন ওমিক্রনে, জানাচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো।