Can't found in the image content. বিসিবির পদ থেকে বিদায় নিচ্ছেন আকরাম খান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বিসিবির পদ থেকে বিদায় নিচ্ছেন আকরাম খান

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১

বিসিবির পদ থেকে বিদায় নিচ্ছেন আকরাম খান
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদ ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে রয়েছেন সাবেক অধিনায়ক আকরাম খান। জানা গেছে দায়িত্বে আর থাকছেন না তিনি। পারিবারিক কারণে ক্রিকেট বোর্ডের পদ ছাড়ছেন তিনি।

সোমবার বিকেলে আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছে আকরাম খান।’

এ নিয়ে সাবিনা আকরাম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকল আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি স্ত্রী-কন্যা তথা পরিবারকে আরও সময় দিক। কিন্তু ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে তো সেটা সম্ভব নয়। তাই আমরা পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আকরাম আর ক্রিকেট অপারেশন্সে থাকবে না। সে নিজ মুখেই আপনাদের (মিডিয়া) ’কে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।’

১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন ২০১৪ সালে। প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে। এরপর থেকেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে আগামী সপ্তাহে বিসিবির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ঘোষণা করা হতে পারে ক্রিকেট অপারেশন্সের নতুন চেয়ারম্যানের নাম।