ঘরের মাঠ করাচিতে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান ক্রিকেট দল। বাবর আজমদের এই দুর্দান্ত জয়ের পরও ট্রলের শিকার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ক্যারিবীয়দের বিপক্ষে টানা তিন ম্যাচ জয়ের মধ্য দিয়ে চলতি বছরে রেকর্ড ২০টি টি-টোয়েন্টিতে জয়ের নজির গড়ে পাকিস্তান। উইন্ডিজের বিপক্ষে বাবর আজমদের সিরিজ জয়ের ছবি টুইটারে পোস্ট করে বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবি নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে ম্যাচের যে ছবিগুলো পোস্ট করে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। অনেকেই মনে করছেন- পিসিবি এই ছবিগুলো দিয়ে কৌশলে বোঝাতে চাচ্ছে স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ। উইন্ডিজ সিরিজে ফাঁকা করাচি স্টেডিয়ামের ‘দর্শকপূর্ণ’ এমন ছবি দেখে অনেকেই কঠোর সমালোচনা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
করাচি স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩২ হাজার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবারাত্রির টি-টোয়েন্টিতে মাত্র ৪ হাজার দর্শক উপস্থিতি ছিলেন। কিন্তু গ্যালারিভর্তি দর্শকের ছবি দিয়ে বিতর্কে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।