ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

সাকিবের দেশসেরা একাদশের নেতৃত্বে বাশার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, ডিসেম্বর ১৩, ২০২১

সাকিবের দেশসেরা একাদশের নেতৃত্বে বাশার
লাল-সবুজের জার্সি গায়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন এমন সব ক্রিকেটারদের মধ্য থেকে সেরা একাদশ বেঁছে নিয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। যেখানে সাবেক ক্রিকেটার এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমনকে নেতৃত্বভার দিয়েছেন সাকিব।

ওপেনিংয়ে দেশসেরা ওপেনার এবং ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খানের সাথে সাকিবের পছন্দ জাভেদ ওমর বেলিম। তিনে রেখেছেন বাংলাদেশের প্রথম তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে। তবে বাশারের ব্যাটিং পজিশন নির্ধারণ করে দেননি দীর্ঘদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই ক্রিকেটার।

দেশসেরা একাদশে নিজেকেও রেখেছেন সাকিব। পঞ্চপান্ডবদের মধ্যে থাকা বাকি তিন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমও আছেন এই একাদশে। আছেন মোহাম্মদ রফিকের মতো অফ স্পিনিং অলরাউন্ডাররাও। পেস বিভাগে মাশরাফি ছাড়াও থাকছেন রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।

অনলাইন প্ল্যাটফর্ম দারাজের ফেসবুক লাইভে সাকিব বলেন, ‘এভাবে হুট করে ১১ জনের নাম বলা কঠিন। তারপরও যদি বলি, ওপেনিং আমার পছন্দ তামিম। দ্বিতীয় ওপেনার হিসেবে থাকবেন জাভেদ ওমর বেলিম। তিন নম্বরে মোহাম্মদ আশরাফুল। চারে সাকিব আল হাসান (হাসি)। এরপরের জায়গাগুলোতে থাকবেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাত নম্বরে মোহাম্মদ রফিক। আটে মাশরাফি বিন মর্তুজা। হাবিবুল বাশার অধিনায়ক। দুই ফাস্ট বোলার রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।’

সাকিবের দেশসেরা একাদশ: হাবিবুল বাশার সুমন (অধিনায়ক), তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।