Can't found in the image content. ইতিহাস গড়ার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

ইতিহাস গড়ার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪

ইতিহাস গড়ার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে এখন পর্যন্ত চালকের আসনেই আছে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১৫ রান, জয়ের জন্য প্রয়োজন ৬৬ রান। 

পঞ্চম দিনের শুরুটা অবশ্য বেশ ভালোই করেছিল পাকিস্তান। আগের দিনের দুই সেট ওপেনারকে প্রথমে সাজঘরের পথ দেখান স্বাগতিক পেসাররা। দলীয় ৫৮ রানে টাইগার ব্যাটার জাকির হাসানকে একটি চমৎকার ইনসুইং বলের মাধ্যমে আউট করেন বাঁহাতি পেসার মির হামজা। 

আউট হওয়ার আগে জাকির খেলেন ৪০ রানের ইনিংস। এর কিছুক্ষণ পর আরেক ওপেনার সাদমান ইসলামকে আউট করেন আরেক পাকিস্তানী পেসার খুররাম শেহজাদ। দলীয় ৭০ রানে আউট হন তিনি। 

এরপরই দলের হাল ধরেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তারা দুইজনে মিলে এখন পর্যন্ত তৃতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ৫২ রান। শান্ত অপরাজিত আছেন ৩০ রানে এবং মুমিনুল আছেন ২০ রানে।