Can't found in the image content. বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টে বেরসিক বৃষ্টির হানা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টে বেরসিক বৃষ্টির হানা

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪

বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টে বেরসিক বৃষ্টির হানা
পাকিস্তান-বাংলাদেশের প্রথম টেস্টে বৃষ্টির কারণে কাটা পড়েছিল প্রথম দিনের প্রায় দুটি সেশন। এরপরও পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় ছিনিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় এবং সিরিজ নির্ধারণীর ম্যাচেও বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। নির্দিষ্ট সময়ে টস করতে পারেনি দুই দল।
শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস করার ছিল। আর খেলা শুরুর কথা বেলা ১১টায়। কিন্তু তার আগেই রাওয়ালপিন্ডিতে শুরু হয় বৃষ্টি।

এর আগে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, দ্বিতীয় টেস্টের দিনগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেটির প্রমাণও মিললো অবশেষে। এখনও পর্যন্ত কখন খেলা শুরু হবে তা জানা যায়নি। বৃষ্টি না হলে প্রথম দিনের খেলা ভেস্তে যেতেও পারে।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে মাঠে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যানের খাতাটা ছিল পুরোই ফাঁকা। ১৩ টেস্টে মুখোমুখি হয়ে মাত্র ১টি ড্র করেছিল বাংলাদেশ। আর বাকি ১২টিতেই হারের তেতো স্বাদ পেতে হয়েছিল টাইগারদের।

তবে প্রথম টেস্টে জয়ের পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের আক্ষেপ ঘুচেছে লাল-সবুজের প্রতিনিধিদের। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।