ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ |

EN

কানাডায় প্রবাসীর সঙ্গে সাকিবের তর্ক

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, জুলাই ৩১, ২০২৪

কানাডায় প্রবাসীর সঙ্গে সাকিবের তর্ক
কোটা সংস্কার আন্দোলনে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। রক্তপাত বন্ধের দাবি জানিয়েছিলেন। কিন্তু দেশের অন্যতম শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান এই বিষয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন।

অবশেষে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে গিয়ে সাকিব মুখ খুললেন বটে। তবে মুখ খুলতেই নতুন বিতর্কের জন্ম দিলেন। কানাডায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সময় প্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে পড়েন সাকিব।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগা বনাম টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ সাকিবকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন কোটা আন্দোলন এবং পরবর্তীতে সংঘাত নিয়ে তার নীরবতা প্রসঙ্গে। সে সময় কিছুটা ক্ষোভের সুরেই সাকিব পাল্টা প্রশ্ন করে বলেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

সাকিবের এমন মন্তব্য নিয়ে আজ বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন। আমি কিন্তু ভিডিওটা দেখি নাই, আমার কমেন্ট করা ঠিক হবে না। এমনটা করলে সে (সাকিব) ঠিক করেনি, সবারই সব জায়গা থেকে অবদান আছে।’

তবে পরেই আবার বিষয়টিকে সাকিবের ব্যক্তিগত ব্যাপার উল্লেখ করে দেশের এই ক্রিকেট কর্তা যোগ করেন, ‘দেখেন এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার সাকিব কী বলেছে সেখানে আমি সেটা বলতে পারব না। আমি যতটুকু জেনেছি যে কথা বলা হয়েছে। কিন্তু ক্রিকেটে অবদান নাকি এখানে কোনো অবদান বোঝাতে চেয়েছে আমি জানি না।’