Can't found in the image content. ব্যাটিং তাণ্ডব চালিয়ে অভিষেকের সেঞ্চুরি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ব্যাটিং তাণ্ডব চালিয়ে অভিষেকের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, জুলাই ৭, ২০২৪

ব্যাটিং তাণ্ডব চালিয়ে অভিষেকের সেঞ্চুরি
টি-টোয়েন্টিতে ব্যাটিং তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিষেক শর্মা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান ভারতীয় তরুণ এই ওপেনার।

২৩ বছর বয়সী এই তারকা ওপেনার ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন। রোববার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১৩.৬ ওভারে দলীয় ১৪৭ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা।

তার আগে ৪৭ বল মোকাবেলা করে ৭টি চার আর ৮টি দৃষ্টিনন্দন ছক্কার সাহায্যে ১০০ রান পূর্ণ করেই সাজঘরে ফেরেন অভিষেক শর্মা।

গতকাল সিরিজের প্রথম ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অভিষেক শর্মার। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে শূন্য রানে ফিরলেও আজ দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করে নিজের জাত চেনালেন ভারতীয় এই তারকা।