ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ঘুমের কারণে ভারতের বিপক্ষে খেলেননি সহ-অধিনায়ক তাসকিন

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জুলাই ২, ২০২৪

ঘুমের কারণে ভারতের বিপক্ষে খেলেননি সহ-অধিনায়ক তাসকিন
ভারতের বিপক্ষে একাদশে কেন নেই তাসকিন- এমন আলোচনা তখন হট টপিকে পরিণত হয়েছিল। কেননা, ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাসকিন না খেলায় বাংলাদেশের হারের ব্যবধানটা হয়ে গিয়েছিল ৫০ রানের। যে কারণে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সমীকরণ অনেক জটিল হয়ে গিয়েছিল বাংলাদেশের। অবশেষে জানা গেল কেন তাসকিন ছিলেন না সেদিন একাদশে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে ঘুমের কারণে এই ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন তাসকিন!

বিশ্বকাপের মতো মঞ্চে, সুপার এইটের মতো মহাগুরুত্বপূর্ণ ভারত ম্যাচের আগে যেখানে চিন্তায় ঘুম হারাম হয়ে যাওয়ার কথা দলের ক্রিকেটারদের। সেখানে কিনা, ঘুমের কারণে টিম বাস মিস করেছেন দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। এমনই এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছেন তাসকিন আহমেদ। যার সত্যতা মিলেছে বিসিবির নাম প্রকাশ না করার শর্তে এক সূত্রের বরাত দিয়ে। ভারত ম্যাচের আগে কি ঘটেছিল তা তিনি ক্রিকবাজকে জানিয়েছেন।

তাসকিনের ঘুম কাণ্ড নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ঘুমের কারণে সেদিন টিম বাস মিস করেন তাসকিন। এ সময় তাসকিনকে বারবার ফোন দেওয়া হলেও কারো ফোন ধরছিলেন না তিনি। পরে দলের এক কর্মকর্তাকে রেখে যাওয়া হয় তাসকিনকে মাঠে নিয়ে আসার জন্য। তাসকিন ওই কর্মকর্তার সঙ্গেই মাঠে ফেরেন।

যদিও বাংলাদেশ দল চাইলেই তাসকিন কিংবা তার জায়গায় ওই ম্যাচে খেলাতে পারত শরিফুলকে। কেননা, বিশ্বকাপের আগে চোট পাওয়া শরিফুল ততদিনে ফিট হয়ে উঠেছেন। তবে সেটি না করে তার জায়গায় জাকের আলিকে খেলায় টিম ম্যানেজমেন্ট। আর এটা করা হয় তাসকিনের প্রতি ক্ষোভের কারণেই। পরে এ ঘটনায় সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন।

তাসকিনের ঘুম কাণ্ড নিয়ে সোমবার ওই কর্মকর্তা বলেন, ‘এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস হারিয়ে পরে দলে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না তা শুধু কোচই বলতে পারবেন কারণ তিনি (ভারতের বিপক্ষে) পরিকল্পনায় ছিলেন কি না, তার উত্তর প্রধান কোচ (চন্দিকা হাথুরুসিংহে) দিতে পারেন।’

ভারতের বিপক্ষে ম্যাচ না খেললেও আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে একাদশে ছিলেন তাসকিন। সেটা কীভাবে হলো এমন প্রশ্নে ওই কর্মকর্তা বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচটি কীভাবে খেললেন তা নিয়ে (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) সমস্যা ছিল। তবে তিনি সময়মতো উঠতে না পারার জন্য সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।’