ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুলাই ১, ২০২৪ |

EN

ইংল্যান্ডের বিপক্ষে বড় জয়ে ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, জুন ২৮, ২০২৪

ইংল্যান্ডের বিপক্ষে বড় জয়ে ফাইনালে ভারত
ইংল্যান্ডকে কাঁদিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। বৃহস্পতিবার রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টিভেজা ম্যাচে ইংলিশদের ৬৮ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। শনিবার রাতে বার্বাডোজে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটে ১৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ তোলে ভারত। জবাবে দারুণ শুরুর পর ধসে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের টপ অর্ডার। শেষ পর্যন্ত ম্যাচের ২০ বল বাকি থাকতে ১০৩ রানে গুটিয়ে যায় ইংলিশরা। টুর্নামেন্টে এ নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠল ভারত।

কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তিন ওভারে বিনা উইকেটে ২৬ রান তুলেছিল ইংল্যান্ড। এরপরই মড়ক লাগে দলটির ব্যাটিং অর্ডারে। দলীয় ফিফটির আগে দলটি হারায় পাঁচ উইকেট। শুরুর এই বিপর্যয় আর সামলে উঠতে পারেনি ইংল্যান্ড। এক শ’র আগেই গুটিয়ে যাওয়ার আশঙ্কায় পড়েছিল তারা।

কোনোরকম সেই লজ্জা এড়িয়ে তিন অংক ছুঁয়েছে ইংল্যান্ড। চ্যাম্পিয়নদের পক্ষে ১৯ বলে সর্বোচ্চ ২৫ রান করেন হ্যারি ব্রুক। ১৫ বলে ২৩ রানে ফেরেন অধিনায়ক ও ওপেনার জস বাটলার। ১৫ বলে ২১ রান করেন জফরা আর্চার। এ ছাড়া ১৬ বলে ১১ রানে ফেরেন লিয়াম লিভিংস্টোন। বাকিরা যেতে পারেননি দশকের ঘরে।

চার ওভারে ২৩ রানে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের টপ অর্ডার তছনছ করে দেন অক্ষর প্যাটেল। তিনিই হয়েছেন ম্যাচ সেরা। চার ওভারে ১৯ রানে তিন উইকেট নিয়ে ইংলিশদের মিডল অর্ডারে ধস নামান কুলদীপ যাদব। এ ছাড়া জাস্প্রিত বুমরাহ ১৬ বলে ১২ রানের বিনিময়ে নেন দুই উইকেট। ইংল্যান্ডের বাকি দুই উইকেট পড়েছে রান আউটে।

এর আগে বৃষ্টির কারণে টস হয় দেড়িতে। পরে ম্যাচ শুরু হলেও দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। দ্বিতীয় সেমিফাইনালটা যে শেষ করা গেছে এটাই যেন বড় স্বস্তির। বৃষ্টির আগে ও পরে ভারতের ব্যাটিংয়ের ঘানি টানেন রোহিত। ৪০ রানে দুই উইকেট হারানোর পরও দলকে কক্ষপথে রাখেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন সূর্যকুমার যাদব।

৩৯ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন আগের ম্যাচে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করা রোহিত। ৩৬ বলে ৪৭ রানে ফেরেন সূর্য। এ ছাড়া হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২৩, রবিন্দ্র জাদেজা নয় বলে ১৭* ও অক্ষর প্যাটেল ছয় বলে ১০ রান করেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ক্রিস জর্ডান। তিনি নিয়েছেন তিন উইকেট। বাকি চারটি শিকার ইংলিশ চার বোলারের। এই হারে টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার মিশন শেষ হলো দুইবারের চ্যাম্পিয়নদের। অন্যদিকে ১০ বছর পর এই প্রতিযোগিতার ফাইনালে উঠল ভারত। শেষবার ২০১৪ সালে বাংলাদেশে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরেছিল তারা।