ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুলাই ১, ২০২৪ |

EN

ভারত বিরোধিতার নামে যারা ইস্যু খুঁজছে তারা ভুল পথে হাঁটছে: কাদের

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, জুন ২৮, ২০২৪

ভারত বিরোধিতার নামে যারা ইস্যু খুঁজছে তারা ভুল পথে হাঁটছে: কাদের
যারা আজ ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারো ভুল পথে হাঁটছেন, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, আওয়ামী লীগ কোন পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বন্ধুত্ব করেন না বলেও মন্তব্য তার। 

আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে বাইসাইকেল র‍্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। তাই এখানে পাল্টাপাল্টির কিছু নেই। 

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের স্বাধীনতা এনেছে আওয়ামী লীগ। তাই দেশের স্বার্থ বিসর্জনের প্রশ্নই আসেনা। বেকার তরুণদের কর্মসংস্থানের অঙ্গীকার পূরণ করা হবে।তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেয়ার আহ্বান জানান তিনি। 

পরে বাইসাইকেল র‍্যালির উদ্বোধন করেন ওবায়দুল কাদের। র‍্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে সংসদ ভবনের দক্ষিণ গেট, আগারগাঁও হয়ে ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে শেষ হয়।