ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসরে ১২ দলের অংশগ্রহণ নিশ্চিত

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জুন ১৮, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসরে ১২ দলের অংশগ্রহণ নিশ্চিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর চলছে। ২০২৬ সালে হবে টুর্নামেন্টের ১০ম আসর। নবম আসর চলাকালীন নিশ্চিত হয় ১০ আসরের ১২ দলের অংশ গ্রহণ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে রেকর্ড ২০টি দল অংশ নিচ্ছে। গত আসরে ১৬টি দল অংশ নিয়েছিল। এবারের মতো আগামী আসরেও ১২টি দল অংশ নেবে। তার মধ্যে ১২টি দলের অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। বাকি ৮টি দল উঠে আসবে বাছাইপর্বের বাঁধা পেরিয়ে। 

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলংকা। স্বাগতিক দল হিসেবে এই দুই দল সরাসরি বিশ্বকাপে খেলবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের সুপার এইটে জায়গা করে নেওয়া দলগুলোও পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলবে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরে খেলা নিশ্চিত হয়েছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

বাকি ৮টি দল বেছে নেওয়া হবে রিজিওনাল কোয়ালিফায়ার থেকে। কোয়ালিফাইয়ে খেলবে জিম্বাবুয়ে, কানাডা, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, উগান্ডা, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস ও নেপাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ শেষ হবে।