ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ব্যক্তিগত অর্জন নয়, পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোয় ফোকাস বাবরের

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, জুন ৫, ২০২৪

ব্যক্তিগত অর্জন নয়, পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোয় ফোকাস বাবরের

বাবর আজম ও কোচ গ্যারি কারস্টেন। ছবি সংগৃহীত

বিশ্বকাপের আগে খুব একটা সুখকর পরিস্থিতিতে নেই পাকিস্তান। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় তারা। সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে না থাকলেও বিশ্বকাপ নিয়ে আশার বাণী শুনিয়েছেন দলটির অধিনায়ক বাবর আজম। ব্যক্তিগত সাফল্য নয়, দেশের হয়ে বিশ্বকাপ জেতাই লক্ষ্য বলছেন তিনি। 

পাকিস্তান অধিনায়কের ভাষ্য, বিশ্বকাপ জিততে পরিষ্কার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পাকিস্তান। খবর জিও নিউজের। 
আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুখোমুখি হবে পাকিস্তান। মূল লড়াইয়ে মাঠে নামার আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি পাকিস্তানের। তবে প্রস্তুতি ম্যাচ না খেলায় সমস্যা দেখছেন না বাবর।

মার্কিন যুক্তরাষ্ট্রে অনুশীলন সুবিধা নিয়ে অসন্তোষের কথা জানিয়েছে ভারত। ব্যস্ত সূচি আর ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ রয়েছে শ্রীলংকারও। এর মধ্যে অনুশীলনে যা সুযোগ হচ্ছে, সেখানে বৃষ্টির বাধা। বাধ্য হয়ে তাই ইনডোরেই অনুশীলন করতে হচ্ছে বিভিন্ন দলকে। তবে তাতেও লক্ষ্যচ্যুত হতে নারাজ বাবর।

মঙ্গলবার ডালাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবর বলেন, 'ব্যক্তিগত রেকর্ডে আমার মনোযোগ নেই। দল আমার কাছে যা চায় আমি সেটি নিশ্চিত করতে চাই।  আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছি।  কী ধরনের খেলব সে বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা আছে। আমাদের লক্ষ্য বিশ্বকাপে ভালো পারফর্ম করে সাফল্য অর্জন করা।'

'আমাদের ব্যাটাররা ইনডোরে ব্যাটিং অনুশীলন সারছে। বোলাররা মাঠে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। যদি কোনো প্রস্তুতি ম্যাচ না থাকে, তাহলে এটা আমাদের কোনো পার্থক্য করেনি। কারণ আমরা খেলার মধ্যেই আছি। আমাদের কিছু ক্রিকেটার এর আগে যুক্তরাষ্ট্রে খেলেছে। এখানকার কন্ডিশন সম্পর্কে তারা ভালো ধারণা পাচ্ছে।'

ব্যাটিংয়ে পাকিস্তানকে স্বস্তি দিতে পারছে না সায়েম আইয়ুব। নতুন বলের বিপক্ষে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারছেন না এই ওপেনার। তবে সায়েমকে নিয়ে আশাবাদী বাবর। ওপেনিংয়ে রিজওয়ানের সঙ্গে জুটি বাঁধবেন কে? বাবর নাকি সায়েম আইয়ুব? সেটা পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ হবে বলে জানিয়েছেন বাবর।  একই সঙ্গে ফর্মহীন শাদাব খানকেও আগলে রাখলেন পাকিস্তান অধিনায়ক।

'দলের জন্য কোনটি সেরা তা অনুযায়ী আমরা কৌশল নির্ধারণ করব। কোনো ব্যাটারের অবস্থান নির্দিষ্ট নেই। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসবে।  দুর্ভাগ্যবশত, সাইম আইয়ুবের কাছ থেকে আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছি না।  তবে সে গেম-চেঞ্জার, এখনও যথেষ্ট সুযোগ পায়নি।'

'একজন অধিনায়ক হিসাবে, দলের প্রতিটি খেলোয়াড়ের ওপর আমার আস্থা আছে।  শাদাব সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার।  কারণ সে সব ধরনের পরিস্থিতিতে খেলতে সক্ষম’, যোগ করেন বাবর।