Can't found in the image content. বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের সম্মানিত করল আইসিসি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫ |

EN

বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের সম্মানিত করল আইসিসি

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, মে ৩১, ২০২৪

বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের সম্মানিত করল আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে মাঝে আর মাত্র একদিন বাকি। বিশ্বকাপের আগেই ভারতীয় ক্রিকেটারদের সম্মানিত করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সি (আসিসি)। গত এক বছর ধরে ভারতীয় ক্রিকেটারদের ভালো পারফরমেন্সের ফল স্বরূপ রোহিত শর্মা, রবীন্দ্রে জাদেজা, সূর্যকুমার যাদদ ও আর্শদীপ সিংকে।

টি-টোয়েন্টির এক আসরে ধারাবাহিক ভালো পারফরমেন্সের জন্য সম্মানিত করা হল সূর্যকুমার যাদবকে। তার হাতে বর্ষসেরা টি-টোয়েন্টি দলের সদস্য হিসেবে ক্যাপ তুলে দেওয়া হয়।

ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে টেস্ট টিম অফ দ্য ইয়ারের সদস্য হিসেবে ক্যাপ তুলে দেওয়া হয়। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে আইসিসির ওয়ানডে টিম অফ দ্য ইয়ারের ক্যাপ তুলে দেওয়া হয়। ওয়ানডেতে বর্ষসেরা দলের সদস্য হিসেবে এই একই সম্মান পেলেন কুলদীপ যাদব।

টি-টোয়েন্টি  বিশ্বকাপের রিজার্ভ স্কোয়াডে থাকা শুভমন গিল। মোহাম্মদ সিরাজকেও অনবদ্য বোলিংয়ের জন্য বর্ষসেরা ওয়ানডে দলের সদস্য হিসেবে ক্যাপ তুলে দেওয়া হয়।

ভারতীয় টি-টোয়েন্টি দলের অন্যতম সেরা ভরসা বাঁহাতি পেসার আর্শদীপ সিংকে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলের সদস্য হিসেবে টুপি প্রদান করা হয়।