ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

সাকিব আল হাসানের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, মে ২৫, ২০২৪

সাকিব আল হাসানের বিশ্বরেকর্ড
বিশ্বরেকর্ড গড়লেন সাকিব আল হাসান। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক উইকেট শিকারের মাধ্য দিয়ে এই রেকর্ড গড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 
আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যে ৪৩৫ ম্যাচে অংশ নিয়ে ১৪টি সেঞ্চুরি আর ৯৯টি ফিফটির সাহায্যে ১৪ হাজার ৫১৫ রান করেছেন সাকিব। আর বল হাতে শিকার করেছেন ৭০০ উইকেট। ১৪ হাজার রান এবং ৭০০ উইকেটের ডাবলসে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব। 

আজ শনিবার টাইগারদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই রীতিমতো তাণ্ডব চালাতে থাকে যুক্তরাষ্ট্র। ৪.৫ ওভারে ওপেনিং জুটিতে ৪৬ রান করেন অ্যান্ড্রিস গাউস ও শায়ান জাহাঙ্গীর।

এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। তার বলে ওপেনিং জুটি ভাঙেন যুক্তরাষ্ট্রের। ক্যাচ তুলে দিয়ে অ্যান্ড্রিস গাউস সাজঘরে ফেরার আগে মাত্র ১৫ বলে ৫টি চার আর এক ছক্কায় ২৭ রান করেন।

এরপর যুক্তরাষ্ট্র শিবিরে জোড়া আঘাত হানেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এরপর একের পর এক আঘাত হানেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।