ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, জুন ১৬, ২০২৪ |

EN

পরপর ২ বলে ২ উইকেট শিকার রিশাদের

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

পরপর ২ বলে ২ উইকেট শিকার রিশাদের
বোলিংয়ে এসেই ত্রাতার ভূমিকা পালন করলেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার পরপর দুই দলে যুক্তরাষ্ট্রের দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান। তার আগে উদ্বোধনীতে ৬.৩ ওভারে ৪৪ রান করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে যুক্তরাষ্ট্র। উদ্বোধনীতে ৪৪ রান করেন দুই ওপেনার। 

বাংলাদেশ দল: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

যুক্তরাষ্ট্র: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, আন্দ্রিস গুস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, নিতিশ কুমার, শ্যাডোলি ফন স্কালকয়ক, সৌরভ নেত্রবালকার ও স্টিভেন টেলর।