ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, জুন ১৬, ২০২৪ |

EN

লিটন বাদ, ফিরলেন তানজিদ তামিম

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

লিটন বাদ, ফিরলেন তানজিদ তামিম
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৫৩ রান করেও ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। 

সাম্প্রতিক সময়ে অফ ফর্মে থাকা লিটন কুমার দাসকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বসিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে ওপেনিংয়ে ফেরানো হয়েছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে। 

এছাড়া শেখ মেহেদি হাসানের পরিবর্তে আজ দ্বিতীয় ম্যাচে ফেরানো হয়েছে তারকা পেসার তানজিম হাসান সাকিববে। 

যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ দল: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।