ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, জুন ১৬, ২০২৪ |

EN

সিরিজ বাঁচানোর ম্যাচে সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

সিরিজ বাঁচানোর ম্যাচে সম্ভাব্য একাদশ
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টের আগে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্রের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। 

প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়ের ৫৮ রানের পরও ১৫৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। টার্গেট তাড়ায় ৩ বল হাতে রেখেই ৫ উইকেটের দাপুটে জয় পায় যুক্তরাষ্ট্র। 

প্রথম ম্যাচে হেরে সিরিজ হারানোর শঙ্কায় টাইগাররা। আজ রাত ৯টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সাকিব-শান্তরা। সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

বাংলাদেশ সম্ভাব্য দল: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।