ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, ডিসেম্বর ৮, ২০২১

শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

চতুর্থ দিনে পাকিস্তানের দেয়া ৩০০ রানের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। অভিষেকে খেলতে নেমে ৭ বল খেলে কোন রান না করেই ফিরেন সাঝঘরে। অফ ব্রেক বোলার সাজিদ খানের অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন বাবর আজমের হাতে।

আরেক ওপেনার সাদমান ইসলাম শুরু থেকেই ছিলেন অস্বস্তিতে। তারই খেসারত দিতে হলো। সাজিদ খানের কাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন হাসান আলীর হাতে।

মাত্র ২০ রানে ২ উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন অধিনায়ক মুমিনুল হক। তিনিও স্থির থাকতে পারেননি। রান আউট হয়ে ফিরেছেন সাজঘরে মাত্র ১ রান করে।
চলতি টেস্টের প্রথম তিন দিনের প্রায় দুই দিন খেলাই হয়নি। প্রথম দিন ৫৭ ওভার খেলা হয়, দ্বিতীয় দিনে ৬ ওভার ২ বল। তৃতীয় গড়ায়নি একটি বলও। আজ চতুর্থ দিনেও খেলা শুরু হয় ৫০ মিনিট পর।

পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৩০০ রান টপকাতে বাংলাদেশের দরকার আরও ২৭৮ রান। সংগ্রহ ৩ উইকেটে ২৭৮ রান।