Can't found in the image content. বাবর আজমের ফিফটি, সিরিজ বাঁচানোর শঙ্কায় পাকিস্তান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বাবর আজমের ফিফটি, সিরিজ বাঁচানোর শঙ্কায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বাবর আজমের ফিফটি, সিরিজ বাঁচানোর শঙ্কায় পাকিস্তান
বাবর আজমের ফিফটি আর ফখর জামানের ব্যাটিংয়ে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৭৮ রান। সিরিজ বাঁচিয়ে ড্র করতে হলে এই ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। এজন্য দুর্দান্ত বোলিংয়ে করতে হবে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির ও শাদাব খানদের। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক বাবর আজম। তিনি ৪৪ বলে ৬টি চার আর দুটি ছক্কায় এই রান করেন।

এছাড়া ৩৩ বলে চরটি চার আর এক ছক্কায় ৪৩ রান করেন ফখর জামান। ২৪ বলে তিন চার আর এক ছক্কায় ৩১ রান করেন উসমান খান।

সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয় পায় পাকিস্তান। তৃতীয় ম্যাচে সমান ব্যবধানে হেরে যায় বাবর আজমরা। 

চতুর্থ ম্যাচে ১৭৯ রানের টার্গেট তাড়ায় তীরে গিয়ে তরী ডুবায় পাকিস্তান। মাত্র ৪ রানের জন্য হেরে যায় বাবর আজমরা।