Can't found in the image content. বাবর আজমকে বিশ্রামে রাখা নিয়ে মুখ খুললেন প্রধান কোচ আজহার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

আমির ফেরায় আশাবাদী কোচ

বাবর আজমকে বিশ্রামে রাখা নিয়ে মুখ খুললেন প্রধান কোচ আজহার

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

বাবর আজমকে বিশ্রামে রাখা নিয়ে মুখ খুললেন প্রধান কোচ আজহার
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলের এসিড টেস্ট হবে নিউজল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল থেকে শুরু হচ্ছে এই সিরিজ।

সিরিজটিকে ব্যাপক গুরুত্ব দিচ্ছে পিসিবি। এ কারণে দলের কোচিং স্টাফসহ নানা পদে পরিবর্তন আনা হয়েছে। শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ এই সিরিজে নতুন অধিনায়ক বাবর আজমকে বিশ্রামে রাখা হতে পারে। শাহিন আফ্রিদ্রির সঙ্গে নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া দূরত্ব দূর করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

আবার এই সিরিজ সামনে রেখে দলে ফিরিয়ে আনা হয়েছে সিমার মোহাম্মদ আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তাদের নিয়ে আশাবাদী প্রধান কোচ আজহার মেহমুদ।

পাকিস্তানের স্কোয়াড ব্যালান্সড এমন মন্তব্য করে মেহমুদ বলেন, আমরা আশাবাদী। মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম ফেরায় দল শক্তিশালী হয়েছে।

‘আমার স্কোয়াড ভারসাম্যপূর্ণ। আমরা খেলা সব বিভাগে মনোযোগ দেওয়ার চেষ্টা করব। আমির ও ইমাদ বাড়তি শক্তি যোগ করবে। তাদের যেকোনো সময় ব্যবহার করব।’

পাকিস্তানের ব্যাটিং লাইনের প্রশংসা এসেছে কোচের মুখে। ‘আমাদের ব্যাটিং লাইনে প্রতিভার ছড়াছড়ি’-যোগ করেন কোচ। 

নিউজিল্যান্ড টিমকে ‘বি‘ টিম আখ্যা দেওয়ায় বিশ্বাস নন আজহার মেহমুদ। তিনি বলেন, তাদের বহু ডমেস্টিক খেলার অভিজ্ঞা রয়েছে। কিউইরা সমীহ করার মতো প্রতিপক্ষ।

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।