ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ফুটবলে দলবদল: যে সিদ্ধান্ত নিল বাফুফে

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪

ফুটবলে দলবদল: যে সিদ্ধান্ত নিল বাফুফে
দেরিতে হলেও এবার বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে লিগ ও টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লিগ ম্যানেজমেন্ট কমিটি। বুধবার এক ভার্চুয়াল সভায় প্রায় দেড় মাস এগিয়ে এনে আগামী মৌসুমের খেলোয়াড় ট্রান্সফার উইন্ডো ১ জুন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাইয়ে এএফসির ক্লাব টুর্নামেন্ট মাঠে গড়াবে। বাংলাদেশ থেকে দুটি ক্লাব লাইসেন্সিং করলেও খেলার সুযোগ পাবে শুধু গতবারের লিগজয়ী কিংস। 

এএফসির নতুন ক্লাব ফরম্যাটের সবশেষ ধাপ এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাক-বাছাইয়ে খেলার সুযোগ পাবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এর আগে সদ্য বিলুপ্ত এএফসি কাপে চারবার অংশ নিয়েছিল কিংস। এর মধ্যে একটি টুর্নামেন্ট করোনার কারণে বাতিল হয়। বাকি তিনবার কাছে গিয়েও গ্রুপসেরা হতে পারেনি তারা। এবার অবশ্য সেই সমস্যা থাকছে না। ১ জুন দলবদল শুরু হলে তাদের সুযোগ থাকবে অন্য দেশের উন্মুক্ত ফুটবলারদের সঙ্গে যোগাযোগের।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘আসলে আমরা চাচ্ছি এএফসি পঞ্জিকার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের ক্যালেন্ডার সাজাতে, যাতে ক্লাবগুলো ভালোমানের বিদেশি দলে নিতে পারে। ১ জুন দলবদল শুরু হলে সেই সুযোগ তারা পাবে।’ সব খেলার সূচি চূড়ান্ত না হলেও গতবারের মতো স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে আগামী মৌসুম। 

এপ্রিলের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যুব দলের (অনূর্ধ্ব-১৮) দলবদল শুরুর সিদ্ধান্ত হয়। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের জুনিয়র দলের (অনূর্ধ্ব-১৬) দলবদল শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহে। এবারের ফেডারেশন কাপের ফাইনাল হওয়ার কথা ছিল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে। তবে ফুটবলকে সারা দেশে ছড়িয়ে দিতে ফাইনালের ভেন্যু নিয়ে যাওয়া হয়েছে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে।