Can't found in the image content. আফ্রিদিকে অন্ধকারে রেখেই অধিনায়ক বদল, দুই নাম বিবেচনায় | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫ |

EN

আফ্রিদিকে অন্ধকারে রেখেই অধিনায়ক বদল, দুই নাম বিবেচনায়

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আফ্রিদিকে অন্ধকারে রেখেই অধিনায়ক বদল, দুই নাম বিবেচনায়
শাহিন শাহ আফ্রিদিকে অন্ধকারে রেখে টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক বদলের কাজ করে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নির্ভরযোগ্য কারো ওপর নেতৃত্ব দিতে চাইছে পিসিবি। 

এই মুহূর্তে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদির বিকল্প হিসেবে দুটি নাম আলোচিত হচ্ছে পাকিস্তান ক্রিকেটে। পিসিবির প্রথম চাওয়া বাবর আজমকে আবারও অধিনায়কের দায়িত্ব নিতে রাজি করানো। তিনি রাজি না হলে মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করা হতে পারে। খবর ক্রিকেট পাকিস্তানের। 

পিসিবির একটি সূত্র বলছে, ক্রিকেট বোর্ড বাবরের দিকেই তাকিয়ে। তবে বাবর এ বিষয়ে আগ্রহী নন। কারণ অধিনায়কত্ব নিয়ে পিসিবির সঙ্গে তার আগের অভিজ্ঞতা সুখকর নয়। 

শাহিন আফ্রিদির সঙ্গে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। পিসিবি চেয়ারম্যান নাকবি এবং বোর্ডের কোনো কর্মকর্তা এ বিষয়ে শাহিনের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। 

এই প্রক্রিয়ায় পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক বদল নিয়ে সমালোচনা হচ্ছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও এটি মানতে পারছেন না। আফ্রিদিসহ ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, এভাবে একটি সিরিজে নেতৃত্ব দেওয়ার পর কাউকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া ঠিক হচ্ছে না। এছাড়া এ বিষয়ে পিসিবির গোপনীয়তা ভালোভাবে নিচ্ছে না ক্রিকেট সংশ্লিষ্টরা।

শাহীন আফ্রিদি পাকিস্তান ক্রিকেটকে সমৃদ্ধ করার জন্য সচেষ্ট। তার উদ্যোগে ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির অবসর ভেঙে দলে ফিরেছেন সম্প্রতি। এরইমধ্যে তাকে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।