ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

আইপিএলে আসছে নতুন নিয়ম

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪

আইপিএলে আসছে নতুন নিয়ম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৭তম আসর চলছে। টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাঝ পথেই নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 

কোমরের উচ্চতার উপর ফুল টস করলে ক্রিকেটের নিয়মে তা নো বল। কিন্তু প্রত্যেক ক্রিকেটারের শারীরিক উচ্চতা সমান না হওয়ায় বিতর্ক হয়। সেই বিতর্ক যাতে না হয় তার জন্য নতুন প্রযুক্তি নিয়ে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি আইপিএলেই শুরু হয়ে যাবে সেই প্রযুক্তি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন, আইপিএলে প্রতিটি দলের প্রত্যেক ক্রিকেটারের কোমরের উচ্চতার মাপ নেওয়া হবে। তার পরে সেই তথ্য একটি সিস্টেমে রাখা থাকবে। যখন কোনও ক্রিকেটারের কোমরের উচ্চতায় ফুল টস বলে নো হয়েছে কি হয়নি তা দেখা হবে তখন সংশ্লিষ্ট সেই ক্রিকেটারের কোমরের উচ্চতার মাপ দেখা হবে। সেই ক্রিকেটারের উচ্চতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

ওই কর্মকর্তা আরও জানান, ক্রিকেটারদের উচ্চতা আলাদা আলাদা হওয়ায় নো বলের ক্ষেত্রে একটি নির্দিষ্ট উচ্চতা রাখা ঠিক নয়। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবারের আইপিএলেই এই নিয়ম চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

এবারের আইপিএলে বেশ কয়েকটি নিয়মে বদল হয়েছে। দুটি ওভারের মাঝে নির্দিষ্ট স্টপ ক্লক আর নেই। রিভিউয়ের ক্ষেত্রে স্মার্ট রিপ্লে সিস্টেম ব্যবহার করা হচ্ছে। প্রতি ওভারে দুটি করে বাউন্সার দিতে পারবেন বোলারেরা। এই সব নিয়মের সঙ্গে আরও একটি নিয়ম চালু করতে যাচ্ছে বিসিসিআই।