আজ থেকে চায়ের শহর সিলেটে শুরু হচ্ছে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজের টি-টোয়েন্টির সবগুলো ম্যাচই হবে সিলেটে।
তিন টি-টোয়েন্টি ছাড়াও সমান সংখ্যক ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। ম্যাচগুলো হবে সিলেট ও চট্টগ্রামে। এই প্রথম কোনো পূর্ণাঙ্গ সিরিজের ম্যাচ গড়াবে না মিরপুরে।
সন্ধ্যা ৬টায় সিরিজ উদ্বোধনী ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। এই ফরম্যাটের ৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। পরে দুটি ম্যাচ হবে যথাক্রমে ৬ ও ৯ মার্চ। অবশ্য এরপরে দুই দলকে ৩টি ওয়ানডে খেলতে উড়াল দিতে হবে বন্দরনগরী চট্টগ্রামে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে মার্চের ১৩, ১৫ ও ১৮ তারিখে।
এদিকে দেশের দর্শকদের জন্য টি-টোয়েন্টি সিরিজসহ সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে জি-টিভি ও টি-স্পোর্টস। অনলাইনেও থাকছে খেলা দেখার সুযোগ। সেক্ষেত্রে অবশ্য র্যাবিটহোল ও টি-স্পোর্টস অ্যাপে সাবস্ক্রিপশন করতে হবে।