Can't found in the image content. বিপিএলের পর এবার ক্রিকেট, কাল শুরু লঙ্কা-বাংলা দ্বৈরথ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বিপিএলের পর এবার ক্রিকেট, কাল শুরু লঙ্কা-বাংলা দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, মার্চ ৩, ২০২৪

বিপিএলের পর এবার ক্রিকেট, কাল শুরু লঙ্কা-বাংলা দ্বৈরথ
বিপিএল ডামাডোল সমাপ্তির পর শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকা টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল সোমবার (৪ মার্চ) সিলেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। বিপিএল শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। এর মধ্যেই শুরু হয়ে গেছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। 

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে তিন ফরমেটেই জাতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তর। নিজেদের মাঠে খেলা। বিপিএলের কারণে ক্রিকেটারদের সবাই আছেন খেলার মধ্যে। 

শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করতে আত্মবিশ্বাসী অধিনায়ক শান্ত। তার মতে বাংলাদেশ দল এখন একক কোন ক্রিকেটারের ওপর নির্ভরশীল নয়। দলে একাধিক ম্যাচ উইনার আছেন। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঘরের মাঠে সিরিজ জিতে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান টাইগার অধিনায়ক। 

বিশ্বকাপে টাইমড আউট কান্ড আর নিদাহাস ট্রফিতে নাগিন ড্যান্সের কারণে বাংলাদেশ- শ্রীলংকা ম্যাচে থাকে বারতি উত্তেজনা। তবে এই সিরিজে তার প্রভাব থাকবে না বলে মনে করেন শান্ত।