Can't found in the image content. সেঞ্চুরি করে বাবর জানালেন ‘মা আমার সৌভাগ্যের প্রতীক’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সেঞ্চুরি করে বাবর জানালেন ‘মা আমার সৌভাগ্যের প্রতীক’

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২৪

সেঞ্চুরি করে বাবর জানালেন ‘মা আমার সৌভাগ্যের প্রতীক’

মায়ের সাথে বাবর আজম

সোমবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি করেন বাবর আজম। খেলা শেষে পাকিস্তানের তারকা এই ক্রিকেটার জানিয়েছেন, মা আমার কাছে সৌভাগ্যের প্রতীক।

সেই ম্যাচে মাত্র ৬৩ বল খেলে ১৪টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেন বাবর আজম। তার সেঞ্চুরিতে ভর করে পেশোয়ার জালমি ৫ উইকেট হারিয়ে ২০১ রান করে। 

টার্গেট তাড়া করতে নেমে আজম খান (৭৫) ও কলিন মুনরোর (৭১) জোড়া ফিফটির পরও ৯ উইকেট হারিয়ে ১৯৩ রানে থামে ইসলামাবাদ। ৮ রানের জয়ে ম্যাচ সেরা হন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। 

খেলা শেষে বাবর বলেছেন, ‘আজ (সোমবার) প্রথম আমার মা স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল আমার খেলা দেখতে। মা খুব খুশি হয়েছে। মা খুব উপভোগ করেছে ম্যাচ। খুব উপভোগ করেছে আমার ইনিংস। মা সব সময়ে আমার খেলা টিভিতে দেখে। মা আমার কাছে সৌভাগ্যের প্রতীক। আর সেটা এদিন ফের একবার প্রমাণিত হয়ে গেল। সম্ভবত আজ মা স্টেডিয়ামে থাকার কারণেই আমি আমার দ্বিতীয় শতরান (পিএসএলে) করতে পেরেছি। মা এদিন ম্যাচ দেখতে এলো আর আমিও শতরান করেছি। তাই খুব খুশি।’